পটুয়াখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ২৮ জেলে আটক


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : জুলাই ১৪, ২০২৩, ৭:৩২ অপরাহ্ণ /
পটুয়াখালীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার, ২৮ জেলে আটক

পটুয়াখালী প্রতিনিধি : সমুদ্রে সব ধরনের মাছ শিকারে ৬৫ দিনের নিষেধাজ্ঞা চলছে। অমান্য করে মাছ শিকার করায় তিনটি মাছ ধরার ট্রলারসহ ২৮ জন জেলে, ১৫ লাখ মিটার জাল ও ৯ মণ বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছ জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জুলাই) সন্ধ্যায় পটুয়াখালীর মহিপুর থানাধীন আন্দারমানিক নদীর মোহনায় এ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড।

কোস্টগার্ড সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সমুদ্র থেকে মাছ শিকার করে ফিরে আসা তিনটি ফিশিং বোট আটক করা হয়। আটক বোটগুলো তল্লাশি করে ১৫ লাখ মিটার সুতার জাল ও ৩৬০ কেজি (৯ মণ) বিভিন্ন প্রজাতির সামুদ্রিক মাছসহ ২৮ জন জেলেকে আটক করা হয়।

কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহার নির্দেশে উপজেলা মেরিন ফিশারী কর্মকর্তা আশিকুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জব্দ মাছ ৪৫ হাজার টাকা নিলামে বিক্রয় করেন। এছাড়া আটক তিনটি বোট মালিককে টাকা ৪৫ হাজার টাকা জরিমানা করে জেলেদের ফিসিং বোট ও জালসহ ছেড়ে দেওয়া হয়।