মাতৃত্বকালীন ছুটি এক বছর করছে ভারতের যে রাজ্য


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : জুলাই ২৭, ২০২৩, ১:২৫ অপরাহ্ণ /
মাতৃত্বকালীন ছুটি এক বছর করছে ভারতের যে রাজ্য

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য সিক্কিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং সরকারি নারী কর্মীদের মাতৃত্বকালীন ছুটি এক বছর করার ঘোষণা দিয়েছেন। শুধু তাই নয়, পুরুষরাও পিতৃত্বকালীন এক মাসের ছুটি পাবেন বলে বুধবার জানিয়েছেন তিনি।

রাজ্যের সিভিল সার্ভিস অফিসার্স এসোসিয়েশনের বার্ষিক সাধারণ সভায় তিনি বলেছেন, সরকারি কর্মীদের মাতৃত্ব ও পিতৃত্বকালীন ছুটির সুবিধা দেওয়ার জন্য চাকরিবিধিতে পরিবর্তন আনা হবে।

মুখ্যমন্ত্রী বলেছেন, এই ছুটির ফলে সরকারি কর্মীরা তাদের সন্তান ও পরিবারের আরও ভালোভাবে যত্ন নেওয়ার সুযোগ পাবেন। শিগগিরই এই বিষয়ে প্রজ্ঞাপন জারি করে বিস্তারিত জানানো হবে।

সিক্কিমের ১৯৬১ সালের মাতৃত্বকালীন সুবিধা আইন অনুযায়ী, একজন কর্মজীবী নারী ৬ মাস বা ২৬ সপ্তাহের ছুটি উপভোগ করতে পারেন। এই সময় তিনি বেতনের পাশাপাশি সরকারি সব সুযোগ-সুবিধাও পান।

হিমালয়ের কোলঘেঁষা ভারতের এই রাজ্যে জনসংখ্যা অন্যান্য অঞ্চলের তুলনায় অনেক কম। রাজ্যটিতে মাত্র ৬ লাখ ৩২ হাজার মানুষের বসবাস রয়েছে।