এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ কলাপাড়ায় ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের উদ্যোগে ইমার্জেন্সি হেলথ রেসপন্ডার গ্রুপ গঠন, সদস্যদের করণীয় ও কর্মদক্ষতা বৃদ্ধিকরণ বিষয়ক এক দিনব্যাপী ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ কর্মশালার আয়োজন করা হয়। ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর প্রসাদ অধিকারী।
কর্মশালার শুরুতেই জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য প্রকল্পের মূল লক্ষ্য ও ইমার্জেন্সি হেলথ রেসপন্ডার গ্রুপ গঠনের উদ্দেশ্য তুলে ধরেন আজিজুল ইসলাম আজিজ। এছাড়া, জলবায়ু সংবেদনশীল রোগ ও দুর্যোগকালীন জরুরি চিকিৎসা সেবা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন ডা. মালেক মিয়া, ডা. শরীফ শায়লা ইসলাম, ডা. কামরুন নাহার মিলি ও ডা. ববি মালাকার।
ইমার্জেন্সি হেলথ রেসপন্ডার গ্রুপের দায়িত্ব ও কর্তব্য নিয়ে বিশদ আলোচনা করেন প্রধান অতিথি ডা. শংকর প্রসাদ অধিকারী।
এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন ব্র্যাক-এর প্রোগ্রাম অফিসার আবু দাউদ, ফিল্ড অর্গানাইজার রাজিয়া আক্তার, স্বাস্থ্যকর্মী মনজিলা আক্তার ও বিথীকা রাণী।
প্রকাশক ও সম্পাদকঃ- মোঃ অনিক। মোবাইলঃ ০১৭১১-৪২৩৫৩২
বার্তা ও বাণিজ্যিক কার্যালয়: ১০৮৯-শিকদার ভবন, পোর্ট রোড ভুমি অফিসের বিপরীতে, বরিশাল -৮২০০।
ই-মেইল: barishalcrimetrace@gmail.com
Copyright © 2025 Barisal Crime Trace । বরিশাল ক্রাইম ট্রেস. All rights reserved.