জামিনে থাকা ছাত্রকে গ্রেফতার, পটুয়াখালীর দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : আগস্ট ১৪, ২০২৩, ১২:০৫ অপরাহ্ণ /
জামিনে থাকা ছাত্রকে গ্রেফতার, পটুয়াখালীর দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে তদন্তের নির্দেশ

ক্রাইম ট্রেস ডেস্ক : জামিনে থাকা কলেজ শিক্ষার্থীকে গ্রেফতারের ঘটনায় পটুয়াখালীর সদর থানার ওসি মনিরুজ্জামান ও সহকারী উপ-পরিদর্শক মিজানুর রহমানের বিরুদ্ধে তদন্তের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে দুই পুলিশ কর্মকর্তাকে হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।

রোববার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে আশরাফুল হাওলাদারের পক্ষে ছিলেন আইনজীবী আলী আহসান মোল্লা।

দুই পুলিশ সদস্যের পক্ষে ছিলেন আইনজীবী আবু রেজা মো. কাইয়ুম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সারওয়ার হোসেন বাপ্পী।

সারওয়ার হোসেন বাপ্পী বলেন, তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। দুই পুলিশ কর্মকর্তাকে হাজিরা থেকে অব্যাহতি দিয়েছেন আদালত।