বোরহানউদ্দিন প্রতিনিধি : বোরহানউদ্দিনে বিদ্যুৎস্পৃষ্টে মো. সজীব (২৯) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার দেউলা শিবপুর গ্রামের হারিস ডাক্তারের ছেলে। রোববার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের পরিবার সূত্র জানায়, সজীবের আর তিন দিন পর আগামী ১৮ আগস্ট ওমান যাওয়ার ফ্লাইট ছিল। সকালে নিজ বসতঘরে একটি বাল্বের লাইনে সমস্যা দেখা দেয়।
পরে তিনি তা ঠিক করতে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
বোরহানউদ্দিন থানার ওসি মো. মনির হোসেন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :