বেতাগীতে চাঁদা না দেওয়ায় যুবলীগ নেতার হাতে শিক্ষক লাঞ্ছিত


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : আগস্ট ১৬, ২০২৩, ১১:৫০ পূর্বাহ্ণ /
বেতাগীতে চাঁদা না দেওয়ায় যুবলীগ নেতার হাতে শিক্ষক লাঞ্ছিত

বেতাগী প্রতিনিধি : বরগুনার বেতাগী উপজেলায় চাঁদা না দেওয়ায় মো. আবু জাফর (৪১) নামে এক শিক্ষককে লাঞ্ছিতের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে ওই শিক্ষক বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।

মামলার আসামিরা হলেন– সদর ইউপি চেয়ারম্যান মো. হুমায়ূন কবির খলিফার ছেলে ইউনিয়ন যুবলীগ নেতা মো. গোলাম শাহরিয়ার মনি (৩৫) এবং একই এলাকার মৃত মঞ্জু খলিফার ছেলে মো. শাওন (৩৩)।

অভিযোগ থেকে জানা গেছে, গতকাল বেলা সাড়ে ১১টার দিকে গ্রেদলক্ষ্মীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঢোকেন গোলাম শাহরিয়ার মনি ও মো. শাওন।

এ সময় বিদ্যালয়ের উন্নয়ন খাতের ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন তারা। টাকা দিতে অস্বীকার করায় বিদ্যালয়টির সহকারী শিক্ষক আবু জাফরকে মারধর করেন এবং হত্যার হুমকি দেন।

তবে মারধরের অভিযোগ অস্বীকার করেছেন গোলাম শাহরিয়ার মনি। ওসি আনোয়ার হোসেন জানান, অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।