সাঈদীর চিকিৎসা নিয়ে সংবাদ সম্মেলন ডেকে আবার স্থগিত


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : আগস্ট ১৬, ২০২৩, ১২:০১ অপরাহ্ণ /
সাঈদীর চিকিৎসা নিয়ে সংবাদ সম্মেলন ডেকে আবার স্থগিত

ক্রাইম ট্রেস ডেস্ক : মানবতাবিরোধী অপরাধের দায়ে আমৃত্যু দণ্ডাদেশপ্রাপ্ত সাবেক জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি দেলাওয়ার হোসাইন সাঈদীর চিকিৎসা নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়ে আবার স্থগিত করেছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ।

বুধবার (১৬ আগস্ট) বিকেল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে দেলাওয়ার হোসাইন সাঈদীর চিকিৎসা সংক্রান্ত ব্রিফিং অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সকালে বিএসএমএমইউ কর্তৃপক্ষ জানায় অনিবার্য কারণবশত বিএসএমএমইউ এ সংবাদ সম্মেলন স্থগিত ঘোষণা করেছে।