নাজিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : আগস্ট ১৬, ২০২৩, ৬:১৩ অপরাহ্ণ /
নাজিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

নাজিরপুর প্রতিনিধি : পিরোজপুরের নাজিরপুরে বিদ্যুৎস্পৃষ্টে মো: দেলোয়ার হোসেন শেখ (৬২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৬ আগস্ট) সকালে পরিবারের লোকজন তাকে বাড়ির পাশে নিজেদের মাছ ও সবজির ঘের থেকে লাশটি উদ্ধার করে। তিনি উপজেলার সদর ইউনিয়নের কুমারখালী গ্রামের মো: জলিল শেখের ছেলে।

নিহতের ছেলে মো: বাচ্চু শেখ জানান, তার বাবা মঙ্গলবার রাত ৯টার দিকে বাড়ি থেকে বের হন। রাতে আর ঘরে ফিরেননি। সকালে নিজ বাড়ির ঘেরের জমিতে বিদ্যুৎস্পৃষ্টে পড়ে থাকা অবস্থায় পাওয়া যায়।

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: হুমায়ুন কবির জানান, ওই কৃষকের লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের পর তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।