বন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে বরিশালে বিএনপির বিক্ষোভ


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : আগস্ট ১৭, ২০২৩, ৬:৩৬ অপরাহ্ণ /
বন্দি নেতাকর্মীদের মুক্তির দাবিতে বরিশালে বিএনপির বিক্ষোভ

স্টাফ রিপোর্টার, বরিশাল : বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আকস কুদ্দুসুর রহমান, জেলা যুবদলের সভাপতি মামুন রেজা খানসহ সব বন্দি নেতাকর্মীর মুক্তির দাবিতে বরিশালে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ আগস্ট) বেলা ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করে দক্ষিণ জেলা বিএনপি।

এতে সভাপতিত্ব করেন জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান। মানববন্ধনে বক্তব্য রাখেন দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন, বাকেরগঞ্জ উপজেলার সদস্য সচিব নাসির হাওলাদার, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম জনি।

এর আগে সকাল সাড়ে ১০টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে প্রথমে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে বরিশাল দক্ষিণ জেলা যুবদল।

যুবদলের বরিশাল বিভাগীয় সহ-সভাপতি অ্যাডভোকেট এইচ এম তসলিম উদ্দিনের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ ও মিছিলে উপস্থিত ছিলেন উত্তর জেলা যুবদলের সদস্য সচিব গোলাম মোর্শেদ মাসুদ, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট হাফিজ আহমেদ বাবলু।