আগৈলঝাড়া প্রতিনিধি : বিএনপি-জামায়াত সরকারের মদদে দেশব্যাপী সিরিজ বোমা হামলার প্রতিবাদে বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৭ আগস্ট) এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হওয়ায় বিক্ষোভ মিছিল স্থগিত রাখা হয়েছে। তবে কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১টার দিকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আবু সালেহ মো. লিটন বলেন, ২০০৫ সালের ১৭ আগস্ট তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের প্রচ্ছন্ন মদদে নিষিদ্ধ ঘোষিত জেএমবি’র সন্ত্রাসী জঙ্গি গোষ্ঠী দেশের আদতালত প্রাঙ্গনসহ সারা দেশে একযোগে ৬৩টি জেলার ৫শ স্পটে বোমা হামলা চালিয়েছিল।
ওই ঘটনায় সারা দেশে ১৪৯টি মামলা দায়ের হয়েছিল। মামলায় এক হাজার জঙ্গি শনাক্ত করা হলে তার মধ্যে মাত্র ৩শ জঙ্গি বিচারের আওতায় এসেছে।
সমাবেশে নিহতদের স্মরণ, জড়িতদের বিচারের দাবি জানিয়ে জামায়াত বিএনপি’র বিভিন্ন গুজব ও মিথ্যা তথ্য ছড়ানোর প্রতিবাদ জানাতে সকল নেতা-কর্মীদের আহ্বান জানান তিনি।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :