বরিশালে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮২


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : আগস্ট ১৮, ২০২৩, ৬:৪০ অপরাহ্ণ /
বরিশালে ডেঙ্গু আক্রান্ত নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৮২

স্টাফ রিপোর্টার, বরিশাল : বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে, একই সময়ে আরও ১৮২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর বরিশালে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেলেন ২৬ জন।

শুক্রবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়ের পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের উপ-পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল গণমাধ্যমকে জানান, মৃত বেগম বরগুনা সদর উপজেলার কুমরাখালী এলাকার বাসিন্দা। তিনি ডেঙ্গু আক্রান্ত হয়ে বুধবার বরগুনা ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি হন। সেখানে তিনদিন চিকিৎসাধীন থাকার পর আজ সকালে তার মৃত্যু হয়।

স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভাগের ছয় জেলার বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১৮২ জন। এদের মধ্যে সবচেয়ে বেশি বরিশালে ৭২ জন, পটুয়াখালীতে ৩৫, পিরোজপুরে ৩৪, ভোলায় ১৯ এবং বরগুনায় ২২ জন। চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত বরিশাল বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ১০ হাজার ৬২৭ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৯ হাজার ৭৩৮ জন।

ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল গণমাধ্যমকে জানান, বিভাগে এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ২৬ জন। এর মধ্যে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১৭ জন, ভোলায় চারজন, বরগুনায় তিনজন এবং পিরোজপুরে দুজনে মারা গেছেন।