পিরোজপুরে বিদ্যুায়িত হয়ে গৃহবধূর মৃত্যু


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : আগস্ট ১৯, ২০২৩, ১১:০৫ পূর্বাহ্ণ /
পিরোজপুরে বিদ্যুায়িত হয়ে গৃহবধূর মৃত্যু

নাজিরপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরে বিদ্যুতায়িত হয়ে হেলেনা বেগম (৪৮) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৮ আগস্ট) বিকালে উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের মধ্য বানিয়ারী গ্রামে। নিহত গৃহবধূ ওই গ্রামের হানিফ মোল্লার স্ত্রী।

নিহতের ভাইপো মো. ওবায়দুর রহমান জানান, ওই দিন বিকাল সাড়ে ৩টার দিকে তার ফুফুর বাড়ির সামনের মৃত ওবায়দুর রহমানের বাড়ির এক নারীর সঙ্গে কথা বলছিলেন।
এ সময় ওই বাড়ির উঠানে থাকা বিদ্যুতের খুঁটির সঙ্গে থাকা আর্থিং লাইন বিচ্ছিন্ন ছিল। এতে ওই খুঁটি বিদ্যুতায়িত হয়। ওই খুঁটি তিনি স্পর্শ করলে বিদ্যুতায়িত হয়ে তার মৃত্যু হয়। এ সময় তার পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. মশিউর রহমান জানান, ওই নারীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।