ইন্দুরকানীতে ইজিবাইক চাপায় প্রাণ গেল ৭ বছরের শিশু বুশরার


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : আগস্ট ১৯, ২০২৩, ১১:১৭ পূর্বাহ্ণ /
ইন্দুরকানীতে ইজিবাইক চাপায় প্রাণ গেল ৭ বছরের শিশু বুশরার

ইন্দুরকানী প্রতিনিধি : পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়া গ্রামে ইজিবাইক চাপায় বুশরা আক্তার নামে সাত বছর বয়সী এক শিশু মারা গেছে। শুক্রবার (১৮ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার ইন্দুরকানী-কলারন সড়কের বালিপাড়া বাজার সংলগ্ন জলিল মেম্বারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত বুশরা গোলাম রাব্বি খানের মেয়ে এবং বালিপাড়া ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল জলিলের নাতনি। স্থানীয় বালিপাড়া গ্রামের চৌকিদার মো. শাহজাহান সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৫টার দিকে শিশু বুশরাসহ আরো দুই শিশু মিলে তিনজনে বাড়ির সামনে রাস্তার পাশে খেলা করছিল। এসময় বটতলা থেকে বালিপাড়া বাজারের উদ্দেশে রওনা হওয়া একটি ইজিবাইক ধাক্কা দিলে সড়কের ওপরে ছিটকে পড়ে যায় শিশু বুশরা। এসময় ইজিবাইকের চাকা বুশরার শরীরের ওপর দিয়ে চলে গেলে সঙ্গে সঙ্গে রক্তাক্ত অবস্থায় অচেতন হয়ে পড়ে।

পরে প্রত্যক্ষদর্শীরা গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে স্থানীয় পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ঘটনার পরে স্থানীয় জনতা ইজিবাইক চালককে আটক করে স্থানীয় থানা পুলিশের হাতে সোপর্দ করে।

ইন্দুরকানী থানার ওসি মো. আল মামুন জানান, আজ শুক্রবার বিকেলে বালিপাড়া গ্রামে বুশরা নামে এক শিশু ইজিবাইক চাপায় মারা যাওয়ার খবর পেয়ে জনতার হাতে আটক ইজিবাইক চালককে আমাদের হেফাজতে নিয়ে আসি। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।