চরফ্যাশনে ঘরে আগুন দিয়ে স্ত্রী-সন্তানকে হত্যাচেষ্টা


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : আগস্ট ২০, ২০২৩, ৮:৩৬ অপরাহ্ণ /
চরফ্যাশনে ঘরে আগুন দিয়ে স্ত্রী-সন্তানকে হত্যাচেষ্টা

চরফ্যাশন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে স্ত্রী ও সন্তানকে ঘরে আটকে আগুন দিয়ে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে আওলাদ হোসেন নামে এক যুবকের বিরুদ্ধে। শনিবার দিবাগত গভীর রাতে উপজেলার জিন্নাগড় ইউনিয়নের দাসকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনায় জড়িত আওলাদ হোসেন গা-ঢাকা দিয়েছেন।

জানা যায়, শিশু আবু বকর (৮) এবং আবদুল্লাহ (২) নামের দুই শিশুকে নিয়ে রাতে খাবার শেষে ঘুমিয়ে পড়েন স্ত্রী লিমা (২৫)। রাত ২টায় মাদকাসক্ত স্বামী আওলাদ দোকান থেকে পেট্রল এনে পুরো ঘরের মেঝেতে এবং আসবাবপত্রে ছিটিয়ে দিয়ে আগুন ধরিয়ে দেন। তখন সন্তানদের বুকে নিয়ে আগুনের মধ্য দিয়ে ঘর থেকে বের হয়ে ডাকচিৎকার দেন স্ত্রী। তার চিৎকারে আত্মীয়রা এসে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন।

চরফ্যাশন হাসপাতালের চিকিৎসক শোভন বসাক জানান, আগুনে গৃহবধূর দুই পায়ের ১০ শতাংশ পুড়ে গেছে। তার চিকিৎসা চলছে। চরফ্যাশন থানার ওসি মোহা. মোরাদ হোসেন জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অভিযোগ পেয়েছি। আসামি ধরার চেষ্টা চলছে।