দুই ফ্লাইটে কলকাতা যাচ্ছে আবাহনী


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : আগস্ট ২০, ২০২৩, ৯:০৯ অপরাহ্ণ /
দুই ফ্লাইটে কলকাতা যাচ্ছে আবাহনী

ক্রাইম ট্রেস ডেস্ক : আগামী মঙ্গলবার (২২ আগস্ট) বাংলাদেশের আবাহনীর কলকাতায় এএফসি কাপের প্লে অফ ম্যাচ। আজ বিকেলে কলকাতার উদ্দেশে আবাহনীর রওনা হওয়ার পরিকল্পনা ছিল। বিকেলের দিকে ভারতীয় ভিসা হওয়ায় শেষ পর্যন্ত সন্ধ্যার ফ্লাইট ধরা হয়নি আবাহনীর।

আবাহনীর ফুটবল দলের ম্যানেজার সত্যজিত দাশ রুপু বলেন,‘আমরা আজ বিকেলে পুরো দলের ভিসাসহ পাসপোর্ট পেয়েছি। সন্ধ্যার ফ্লাইট ধরা সম্ভবপর না হওয়ায় আগামীকাল সকাল সাড়ে সাতটায় যাবে অনেকে। এরপরের সম্ভাব্য ফ্লাইটে যাবে দলের আরেক অংশ।’

ভারতে এএফসি কাপ খেলতে গিয়ে আবাহনী বিদেশি ফুটবলার রেখে যাওয়ার ঘটনাও রয়েছে। এবার অবশ্য তেমন হচ্ছে না। সব বিদেশি ফুটবলারই ভিসা পেয়েছেন। ফলে পূর্ণ শক্তির দল নিয়েই কলকাতা যাচ্ছে বাংলাদেশের ক্লাবটি। আগামীকাল বিকেলে এক সেশন কলকাতায় অনুশীলনের সুযোগ পাবে আবাহনী।

২২ আগস্ট কলকাতায় মোহনবাগানের বিপক্ষে ম্যাচ ঢাকা আবাহনীর। এই ম্যাচে জিতলে এএফসি কাপের মূল পর্বে খেলতে পারবে বাংলাদেশের আরেকটি ক্লাব। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের প্লে অফ থেকে বাদ পড়ে বসুন্ধরা কিংস এএফসি কাপের মূল পর্বে সরাসরি খেলছে।