ক্রাইম ট্রেস ডেস্ক : আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে কিছুটা চোট নিয়েই খেলেছিলেন তামিম ইকবাল। যা ভালো ভাবে নেননি চন্ডিকা হাথুরুসিংহে। এমনকি এ নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়াও জানিয়েছিলেন প্রধান কোচ-এটা ওপেন সিক্রেট।
টিম ম্যানেজমেন্টের এমন আচরণের পর আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার ঘোষণা দেন তামিম। এরপর অবশ্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে অবসর ভেঙে ক্রিকেটে ফেরেন তিনি। ক্রিকেটে ফিরলেও হাথুরুসিংহের সঙ্গে তামিমের সম্পর্কের অবনতি হয়েছে এটা বলার অপেক্ষা রাখে না।
এই সমস্যার সমাধানে এবার এগিয়ে এসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস জানিয়েছেন তামিম ফিরলেই হাথুরুসিংহের সঙ্গে তার ভুল বোঝাবুঝির সমাধান হয়ে যাবে। এই ব্যাপারে তারা আলোচনা করবেন, ‘তামিম সুস্থ হয়ে দলে ফিরলে হাথুরুর সঙ্গে ভুল বোঝাবুঝি হয়েছে সেটা থাকবে না।’
তামিম ফিট হয়ে দলে ফিরলে সবকিছু ঠিক হয়ে যাবে বিশ্বাস জালালের, ‘আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে। আমাদের দিক থেকে সবধরনের চেষ্টা থাকবে। আই থিংক দেয়ার উইল বি নো গ্যাপ।’
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :