ক্রাইম ট্রেস ডেস্ক : মজার জিনিস স্বভাবতই মানুষ একা খেতে পছন্দ করে। ভাগ যত কম পড়বে ততই ভালো। এক্ষেত্রে দরজায় খিল দিয়ে খাওয়ার আইডিয়া একেবারেই মন্দ নয়। সেই ধারণা থেকেই নব্বই দশকে নির্মিত হয়েছিল একটি চিপসের বিজ্ঞাপন। যেখানে ভাগ থেকে বাঁচতে ‘একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও’ সংলাপ সম্বলিত বিজ্ঞাপনটি তুমুল জনপ্রিয়তা পেয়েছিল।
সেসময় বিটিভিতে প্রচারিত বিজ্ঞাপনটির এই সংলাপ মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়েছিল। তখন হঠাৎ একদিন এই বিজ্ঞাপনের মডেলের মৃত্যুর খবর রটে যায়। পরে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদিতে হানিফ সংকেত তাকে অতিথি হিসেবে এনে জানিয়ে দেন, তিনি আসলে মারা যাননি, দিব্যি বেঁচে আছেন।
তবে এবার আর রটনা নয়, সত্যি সত্যিই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেলেন ‘একা একা খেতে চাও, দরজা বন্ধ করে খাও’ সংলাপের বিজ্ঞাপনের সেই মডেল সাদ হোসেন। গতকাল শনিবার রাত ৯টার দিকে লিভারের সমস্যায় ভুগে মারা যান তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৩৯ বছর। সাদের মৃত্যুর খবরটি সামাজিক মাধ্যমে নিশ্চিত করেছেন তার শ্যালক আরিফ আকতার শাকিব।
ফেসবুকে তিনি লিখেছেন, ‘আমার বোন জামাই সাদ হোসেন আর নেই। সবাই তার জন্য দোয়া করবেন।’ এছাড়া সাদের অ্যাকাউন্টটি ট্যাগ দিয়ে ফেসবুকে তার অনেক বন্ধু ও আত্মীয়স্বজনরা মৃত্যুর খবর জানিয়েছেন।
সদ্যপ্রয়াত সাদ হোসেন পরিবার নিয়ে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থাকতেন। জানা গেছে, সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। আমেরিকার মাটিতেই তাকে সমাহিত করা হবে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :