স্টাফ রিপোর্টার, বরিশাল : ভোলার গ্যাস বরিশালসহ দক্ষিণাঞ্চলের উন্নয়নে ব্যবহারের উদ্যোগ নেওয়াসহ চার দফা দাবিতে বরিশালে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করা হয়েছে।
মঙ্গলবার (২২ আগস্ট) বেলা ১১টায় নগরীর অশ্বিনী কুমার হলের সামনে রিকশা, ব্যাটারিচালিত রিকশা, ভ্যান, ইজিবাইক সংগ্রাম পরিষদ ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ বরিশাল জেলা কমিটির উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এসময় বক্তারা জলাবদ্ধতা নিরসনে নগরীর সব খাল পুনরুদ্ধার ও খনন, রাস্তা-ড্রেন সংস্কার, ডেঙ্গু নিয়ন্ত্রণে মশা নিধনের উদ্যোগ গ্রহণ, ব্যাটারিচালিত থ্রি হুইলারের জন্য পার্কিং স্ট্যান্ড নির্মাণ এবং অবিলম্বে ব্যাটারিচালিত যানবাহনের জন্য বিআরটিএ স্বীকৃত লাইসেন্স দেওয়ার দাবি জানান।
বাসদ জেলা শাখার সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্ত্তীর সভাপতিত্বে বক্তব্য রাখেন শ্রমিক ফ্রন্টের সাধারণ সম্পাদক মানিক হালদার, দপ্তর সম্পাদক শহিদুল ইসলাম, রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের ওয়ার্ড সভাপতি আয়ুব আলী প্রমুখ।
বিক্ষোভ সমাবেশ শেষে নগরীতে মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক বরাবর চার দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি দেওয়া হয়।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :