স্টাফ রিপোর্টার, বরিশাল : বরিশালের মুলাদীতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। তবে এ ঘটনায় এখন পর্যন্ত পুলিশ অভিযুক্ত কাউকে আটক করতে পারেনি।
নিহতের নাম আবদুর রব হাওলাদার (৬০)। তিনি মুলাদীর মিয়ারচরের চর কমিশনার এলাকার মৃত ধুলু হাওলাদারের ছেলে। হামলাকারী কামাল সরদার ও তার সহযোগীতা একই এলাকার বাসিন্দা।
নিহতের চাচাতো ভাই ফজলুল বারী চয়ন জানান, এলাকায় আধিপত্য বিস্তার ও জমি নিয়ে কামাল সরদার ও জামাল সরদারের সঙ্গে রব হাওলাদারের পূর্ব বিরোধ ছিল। গতকাল সকালে রব হাওলাদার নিজ বাড়ি থেকে বের হয়ে অটোরিক্সাযোগে মুলাদী সদরের দিকে যাচ্ছিল।
পথিমধ্যে নির্জন স্থানে ওই অটোরিক্সা থামিয়ে কামাল-জামাল ও তাদের সহযোগীরা রব হাওলাদারকে একটি খোলা মাঠে ধরে নিয়ে কুপিয়ে মৃত ভেবে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেলে গিয়ে গেলে সকাল ৯টা ৫২ মিনিটে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং তাদের দৃস্টান্তমূলক শাস্তির দাবি জানান চয়নসহ নিহতের অন্য স্বজনরা।
মুলাদী থানার ওসি মো. মাহবুবুর রহমান জানান, মীরগঞ্জ ফেরীঘাট কেন্দ্রীক বিরোধের জেরে রব হাওলাদারকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ময়না তদন্তের জন্য তার লাশ মর্গে প্রেরণ করা হয়েছে। অভিযুক্তদের গ্রেফতারের চেস্টা চলছে। এ ঘটনায় মামলা দায়েরসহ আইনগত ব্যবস্থা নেওয়ার কথা বলেন তিনি।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :