নলছিটিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি-ডেঙ্গু পরীক্ষার ফি বেশি নেওয়ায় জরিমানা


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : আগস্ট ২৩, ২০২৩, ১২:১৫ অপরাহ্ণ /
নলছিটিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি-ডেঙ্গু পরীক্ষার ফি বেশি নেওয়ায় জরিমানা

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির নলছিটিতে সরকার নির্ধারিত চেয়ে ডেঙ্গু পরীক্ষার ফি বেশি নেওয়ায় একটি ডায়াগনস্টিক সেন্টার ও মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি করার অপরাধে দুই ফার্মেসিকে জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) রাতে ঝালকাঠি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ঝালকাঠি কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, নলছিটি উপজেলার টি অ্যান্ড টি এলাকায় তদারকি অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪০ ধারায় একটি ডায়াগনস্টিক সেন্টারকে ৩০ হাজার টাকা এবং ৪৫ ধারায় দুই ফার্মেসিকে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সাফিয়া সুলতানা। অভিযানে নলছিটি থানা পুলিশের একটি টিম তাদের সহযোগিতা করেন।

সাফিয়া সুলতানা বলেন, বাজার তদারকি অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অপরাধে তিনটি ব্যবসাপ্রতিষ্ঠানকে মোট ৪৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান চলাকালে স্থানীয় নাগরিকদের মধ্যে ভোক্তা-অধিকার আইন সংক্রান্ত লিফলেট ও প্যাম্ফলেট বিতরণ করা হয়। জনস্বার্থে বাজার তদারকিমূলক এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।