প্রতিপক্ষের হামলায় আহত ছাত্রদল নেতার মৃত্যু


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : আগস্ট ২৩, ২০২৩, ১:১৭ অপরাহ্ণ /
প্রতিপক্ষের হামলায় আহত ছাত্রদল নেতার মৃত্যু

ক্রাইম ট্রেস ডেস্ক : মাগুরার মহম্মদপুরে প্রতিপক্ষের হামলায় আবু তোয়েব মোল্যা (২৮) নামে এক ছাত্রদল নেতা চিকিৎসাধীন মারা গেছেন। বুধবার সকালে ঢাকার নিউল্যাব হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। গত রোববার রাতে প্রতিপক্ষের হামলায় তোয়েব গুরুতর আহত হন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মহম্মদপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সজিব শিকদার। নিহত আবু তোয়েব মহম্মদপুর উপজেলার ৪ নম্বর রাজাপুর ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র সহসভাপতি পদে দায়িত্বে ছিলেন। তিনি নাওভাঙ্গা গ্রামের আবুল কালাম আজাদের ছেলে।

নিহতের চাচা নুরুল হক জানান, গত রোববার সন্ধ্যার দিকে নাওভাঙ্গা গ্রামের ফুল মিয়া বিশ্বাসের ছেলে কৃষক দল নেতা জিবলু বিশ্বাস ফেসবুকে তোয়েবের গলায় নৌকা ঝুলানো একটি ছবি পোস্ট করেন। ওই নেতা ফেসবুক পোস্টে লেখেন— ‘মহম্মদপুর উপজেলা বিএনপির নেতাদের কাছে প্রশ্ন— আওয়ামী লীগের কর্মী ছাত্রদলের রাজাপুর ইউনিয়নের সিনিয়র সহসভাপতি কিভাবে হয়।’

তোয়েব বিষয়টি দেখতে পেয়ে জিবলু বিশ্বাসের গ্রাম্য মাতবর জাহাঙ্গীর বিশ্বাসের বাড়িতে গিয়ে বিষয়টি জানান। পরে জিবলু বিশ্বাস পোস্ট ডিলিট করে দেবে বলে আশ্বাস দেন।

মাতবরের কাছে অভিযোগ দিয়ে ফেরার পথে চরনাওভাঙা দক্ষিণপাড়া পৌঁছলে জিবলুর নেতৃত্বে ১০-১২ জন যুবক অতর্কিত হামলা চালায়। এ সময় তোয়েবকে রাম দা দিয়ে কুপিয়ে গুরুতর জখম করে। তাকে মৃত ভেবে ফেলে রেখে পালিয় যায় দুর্বৃত্তরা।

পরে স্থানীয়রা দেখতে পেয়ে তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতাল নিয়ে ভর্তি করেন। তার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য দ্রুত ঢাকা নিউল্যাব হাসপাতালে প্রেরণ করেন। মঙ্গলবার দুপুরে আইসিইউতে থাকা ছাত্রদল নেতা আবু তোয়েবের মৃত্যু হয়।

মহম্মদপুর থানার ওসি বোরহান-উল ইসলাম জানান, পরবর্তী সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। এ বিষয়ে একটি মামলা হয়েছে। হামলাকারীদের দুজনকে আটক করা হয়েছে। বাকি আসামিদের ধরতে এলাকায় অভিযান চলছে।