মুলাদী প্রতিনিধি : বরিশালে মুলাদী উপজেলার নাজিরপুর ইউনিয়নের বানিমর্দন কওমী মাদরাসার এক ছাত্র ছয়দিন ধরে নিখোঁজ রয়েছে। তার নাম মো: আব্দুর রহমান (১৩)। জানা গেছে, আব্দুর রহমান সফিপুর গ্রামের ওই মাদরাসা থেকে ২০২৩ সালে হেফজ শেষ করেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুর রহমান সোমবার (১৪ আগস্ট) সকাল ৮টায় চরকালেখান ইউনিয়নের মধ্যলক্ষ্মীপুর গ্রামে তার নানা বাড়ি বেড়াতে যায় এবং শুক্রবার পর্যন্ত সেখানে অবস্থান করে। ওই দিন বিকেল আনুমানিক সাড়ে পাঁচটায় মাদরাসার উদ্দেশে রওনা করে। এরপর থেকে তাকে অনেক খোঁজাখুজির পরও পাওয়া যায়নি।
পারিবারিক সূত্রে আরো জানা যায়, মাদরাসায় যাওয়ার সময় তার পড়নে ছিল পিংক কালারের পায়জামা, পাঞ্জাবি ও মাথায় সাদা টুপি। গায়ের রং শ্যামলা এবং বরিশালের আঞ্চলিক ভাষায় কথায় বলে। এ ব্যাপারে মুলাদী থানায় সাধারণ ডায়েরী করা হয়েছে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :