ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠির কাঁঠালিয়া প্রেস ক্লাবের নির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে মো: মাসউদুল আলম সভাপতি (বাংলাভিশন ও মানবজমিন) এবং মো: শহীদুল আলমকে (যুগান্তর ও জিটিভি) সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়েছে। বুধবার (২৩ আগস্ট) বিকেল ৫টায় প্রেস ক্লাবের সভাকক্ষে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালক ঝালকাঠি প্রেস ক্লাবের সহ-সভাপতি অ্যাডভোকেট মো: আক্কাস সিকদার।
নির্বাচিত অন্যরা হলেন সহ-সভাপতি মো: ছরোয়ার সিকদার (নবঅভিযান), সহ-সভাপতি মো: খাইরুল আমিন ছগির (আজকের বার্তা), সহ-সাধারণ সম্পাদক এইচ এম নাসির উদ্দিন আকাশ (দৈনিক সংবাদ), কোষাধ্যক্ষ মো: জাকির হোসেন (দৈনিক সংগ্রাম), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: মাছুম বিল্লাহ (মোহনা টিভি), নির্বাহী সদস্য মাছুম বিল্লাহ জুয়েল (খোলাকাগজ) ও নির্বাহী সদস্য মো: জাহিদুল ইসলাম (বাংলাদেশের খবর)।
ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন ঝালকাঠি প্রেস ক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমান, ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আজমীর হোসেন তালুকদার, সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুল, ঝালকাঠি প্রেস ক্লাবের সহ-সাধারণ সম্পাদক কে এম সবুজ, ঝালকাঠি প্রেস ক্লাবের সদস্য আল আমিন তালুকদার, নির্বাহী সদস্য জহিরুল ইসলাম জলিল, সদস্য রহিম রেজা, দৈনিক গাউছিয়ার প্রকাশক অলোক সাহা, প্রেস ক্লাব সদস্য মো: শফিউল ইসলাম সৈকত, আব্দুল মান্নান তাওহিদ, উজ্জল রহমান।
ঝালকাঠি প্রেস ক্লাবের সহ-সভাপতি দৈনিক যুগান্তর জেলা প্রতিনিধি অ্যাডভোকেট মো: আক্কাস সিকদার কাঁঠালিয়া প্রেস ক্লাব নির্বাচন পরিচালক হিসেবে গত ১৬ আগস্ট নির্বাচনী তফসিল ঘোষণা করেন। নির্বাচনে ১১টি পদে ১৪ জন মনোনয়নপত্র সংগ্রহ করেন এবং নয়জন মনোনয়নপত্র জমা দেন। দুটি পদে মনোনয়নপত্র জমা পড়েনি। ৯টি পদে একক প্রার্থী থাকায় বুধবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশের দিন নয়জন প্রার্থীকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :