ক্রাইম ট্রেস ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি বারে বন্দুক হামলায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।
বুধবার একজন অবসরপ্রাপ্ত আইন প্রয়োগকারী কর্মকর্তা বারে গুলি চালানোর পর প্রাণহানির এ ঘটনা ঘটে। এ হামলায় ছয়জন হাসপাতালে চিকিৎসাধীন। খবর ইকোনোমিক টাইমসের। তবে বার্তা সংস্থা রয়টার্স নিহতের সংখ্যা হামলাকারীসহ ৪ জন বলে জানিয়েছে।
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে দেওয়া পোস্টে অরেঞ্জ কাউন্টি শেরিফ জানান, বুধবার স্থানীয় সময় সন্ধ্যার পর ঘটনাটি ঘটে। গুলির ঘটনায় ট্র্যাবুকো ক্যানিয়নের কুকস কর্নার নামে একটি বাইকার বারে একাধিক প্রাণহানি হয়। এ সময় বন্দুকধারীও মারা গেছেন।
অরেঞ্জ কাউন্টিতে গুলির ঘটনা পর্যবেক্ষণ করছে ক্যালিফোর্নিয়ার গভর্নরের কার্যালয়। অরেঞ্জ কাউন্টির পুলিশ কর্মকর্তারা জানান, নিহতদের মধ্যে হামলাকারীও রয়েছে। তবে তিনি পুলিশের গুলিতে না কি নিজে গুলি করে আত্মহত্যা করেছেন তা জানাতে পারেনি।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :