হিজলা প্রতিনিধি : বরিশালের হিজলায় কোস্ট গার্ড দক্ষিণ জোন এর উদ্যোগে ২৪ আগস্ট সকাল দশটায় বাউসিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গরিব দুস্ত মহিলা, পুরুষ ও শিশু সহ সকলের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করেন।
চিকিৎসা প্রদান করেন সার্জন লেফটেন্যান্ট কমান্ডার ইয়াসমিন আক্তার গাইনোকোলজিস্ট, সার্জন লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ জাহিদুল ইসলাম মেডিসিন বিশেষজ্ঞ।
এছাড়াও নৌযানের নৌপথে জানমালের নিরাপত্তা ,অবৈধভাবে মৎস্য আহরন রোধ, মাদকদ্রব্য পাচার, চোরাচালান রোধ, মানব পাচার রোধে জেলেদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন,
স্টাফ অফিসার (অপারেশান্স) লেফটেন্যান্ট মোঃ হাসান মেহেদী। সংক্ষিপ্ত আলোচনা সভা সঞ্চালনা করেন কোচগার্ড হিজলার শাখার সিসি মোঃ মশিউর রহমান।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :