বিনোদন ডেস্ক : মায়ের দ্বিতীয়বার বিয়ে দিলেন অভিনেতা সিদ্ধার্থ চন্দ্রশেখর। বুধবার (২৩ আগস্ট) মা সীমা চন্দ্রশেখরের দ্বিতীয় বিয়ের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে এ তথ্য জানান সিদ্ধার্থ। তারপর থেকে নেটিজেনদের প্রশংসায় ভাসছেন এই অভিনেতা।
মারাঠি বিনোদন জগতের অতি পরিচিত নাম সিদ্ধার্থ চন্দ্রশেখর। সম্প্রতি তিনি তার মায়ের দ্বিতীয়বার বিয়ে দিয়েছেন। সিদ্ধার্থ ইনস্টাগ্রামে এ ঘটনার কথা জানিয়েছেন। ছবির ক্যাপশনে সিদ্ধার্থ লেখেন, ‘হ্যাপি সেকেন্ড ইনিংস মা। আমার কখনো মনে হয়নি, তোমারও কাউকে দরকার।
তোমার যে সন্তানদের বাদ দিয়ে জীবন আছে, সে কথা টের পাইনি। তোমারও তো নিজের একটা জগৎ থাকা উচিত। আর কত দিন তুমি একা থাকবে? তুমি এতদিন সবার জন্য ভেবেছ। এখন থেকে তুমি নিজের কথাও ভাববে; তোমার নতুন সঙ্গীর কথাও ভাববে। তোমার সন্তানরা সব সময় তোমার পাশে থাকবে।’
নিজের বিয়ের কথা স্মরণ করে সিদ্ধার্থ লেখেন, ‘বিশাল আয়োজন করে তুমি আমার বিয়ে দিয়েছিলে। এবার আমার পালা তোমার জন্য একই কাজ করার। আমার জীবনের সবচেয়ে আনন্দদায়ক বিয়ের ঘটনা হলো, আমার মায়ের বিয়ে। আই লাভ ইউ মা। হ্যাপি ম্যারিড লাইফ।’
এই পোস্টের পরই সিদ্ধার্থকে অনেকেই ভালোবাসা জানান। অনেকেই তার এ আচরণের প্রশংসা করেছেন। অনেকেই লেখেন, এমন আচরণ শুধু সেই সন্তানের পক্ষেই করা সম্ভব, যে তার মাকে খুব ভালোবাসে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :