আগৈলঝাড় প্রতনিধি : বরিশালের আগৈলঝাড়ায় উপজেলার চারটি ইউনিয়নে ২৩ আগষ্ট বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষনা করেছে ওই কমিটিতেআওয়ামী লীগের নেতা মনির তালুকদার ও সুরেশ বিশ্বাস এর নাম রয়েছে। কমিটি নিয়ে বিএনপির নিজদলে নেতার কর্মীরা তীব্র সমালোচনা করছে।
২৬ আগষ্ট মনির তালুকদার ও সুরেশ বিশ্বাস লিখিত ভাবে অভিযোগ করে জানিয়েছেন তারা আওয়ামী লীগের দলের সাথে জড়িত। তারা কখনও বিএনপির দলের সাথে জরিত ছিলো না। সূত্রে জানা গেছে, গত ২৩ আগষ্ট সামাজিক যোগাযোগ ফেইসবুক এর মাধ্যমে আগৈলঝাড়া উপজেলার রাজিহার, বাকাল, গৈলা ও রত্নপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটি অনুমোদনে স্বাক্ষর রয়েছে উপজেলা বিএনপির আহ্বায়ক মো.কবির হোসেন তালুকদার ও সদস্য সচিব হিসেবে মোল্লা বশির আহম্মেদ পান্নার।
গৈলার ইউনিয়নে এনায়েত হোসেন খান মনুকে আহ্বায়ক করে যে বিএনপির কমিটি করা হয়েছে ওই কমিটিতে ২৪ নম্বর সদস্য নাম রয়েছে ওই ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মনির তালুকদারের। রত্নপুর ইউনিয়নে মিজানুর রহমান মিঠুকে আহ্বায়ক করে বিএনপির যে কমিটি ঘোষনা করা হয়েছে ওই কমিটিতে ১৪ নম্বর যুগ্ম সম্পাদক পদে নাম রয়েছে ওই ইউনিয়নের ১নং ওয়ার্ডের আওয়ামী লীগের প্রবীন রাজনীতি নেতা তিন বারের সাবেক ইউপি সদস্য সুরেশ বিশ্বাস এর।
এব্যাপারে ২৬ আগষ্ট মনির তালুকদার ও সুরেশ বিশ্বাস লিখিত ভাবেক জানিয়েছেন তারা দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত। তারা কখনও বিএনপি রাজনৈতিক দলের সাথে জরিত ছিলো না। তারা আরো উল্লেখ্যে করেন তাদের রাজনৈতিক ও সামাজিকভাবে ভাবমুর্তি ক্ষুন্ন করতেই তাদের নাম বিএনপি’র আহ্বায়ক কমিটিতে অন্তর্ভূক্তি করেছে। বিএনপির ঘাষিত কমিটি থেকে তাদের নাম প্রত্যাহার করা সহ তীব্র নিন্দা প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছে।
আগৈলঝাড়া উপজেলা বিএনপির ৩নং যুগ্ম আহ্বায়ক ডা. মাহাবুবুল ইসলাম বলেন- সদ্য ঘোষিত ইউনিয় বিএনপির কমিটি একটি অবৈধ পকেট কমিটি। ফেব্রুয়ারি মাসে উপজেলা আহ্বায়ক কমিটি ৬০ দিনের জন্য ঘোষনা করা হয়েছিলো। ওই নিধারিত সময়ের মধ্যে সকল কমিটি পূর্ণাঙ্গ করার নির্দেশনা ছিল। কিন্তু সেই সময়ের মধ্যে তারা পারে নাই।ইউনিয়নের আহ্বায় কমিটিতে কোন ত্যাগীরা এখানে স্থান পায়নি। এটা একটি পকেট কমিটি। আহ্বায়ক কবির তালুকদার ও সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্না স্থানীয় কোন রাজনীতির সাথে জড়িত নয়।
এ ব্যাপারে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব মোল্লা বশির আহম্মেদ পান্নার সাথে বারবার যোগাযোগ করে তাকে পাওয়া জায়নি বলে তার কোন বক্তব্য দেয়া গেলা না। এ ব্যাপারে উপজেলা বিএনপির আহ্বায়ক কবির হোসেন তালুকদার সাংবাদিকদের বলেন, বিএনপির কমিটিতে যদি আওয়ামী লীগের কোন নেতা বা লোকের নাম এসে থাকে তাহলে সেটা সংশোধন করে বাদ দেয়া হবে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :