গৌরনদী প্রতিনিধি : বরিশালের গৌরনদীতে গ্রীন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী এসি বাস অগ্নিকান্ডে ভস্মিভূত হয়েছে। বাসটি চলন্ত অবস্থায় বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে, এ অগ্নিকান্ডে কেউ হতাহত হয়নি।
গৌরনদী ফায়ার সাভিসের ষ্টেশন অফিসার বিপুল হোসেন জানান, ঢাকা থেকে ১৭ জন যাত্রী নিয়ে গ্রীন লাইন এসি পরিবহনের একটি যাত্রীবহী এসি বাস (ঢাকা মেট্রো-ব-১৫-৯৯৫১) বৃহস্পতিবার দিবাগত রাত পৌণে ১০টার দিকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসে।
পথিমধ্যে বাসটি রাত সাড়ে ১২টার দিকে গৌরনদীর কটকস্থল এলাকা অতিক্রমকালে কয়েকজন পথচারী বাসের পিছনে আগুন জ্বলতে দেখে ডাকচিৎকার দিয়ে বাসটি থামাতে বলেন। চালক বাসটি থামালে তাৎক্ষনিক যাত্রীরা তাড়াহুড়া করে বাস থেকে নেমে পড়ে। মহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা বাসের ভেতরে সর্বত্র ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে গৌরনদী ফায়ার ষ্টেশনের গাড়ি ঘটনাস্থলে পৌছে ফায়ার কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে। এরমধ্যে বাসটির ইঞ্জিন, পিছনের ২টি চাকার টায়ার ও সকল সিটসহ বাসের ভেতরের সব পুড়ে যায়। এতে বাসের কোন যাত্রী আহত হয়নি।
গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা বলেন, এ অগ্নিকান্ডের ঘটনাটি নাশকতা নয়। বাসটি চলন্ত অবস্থায় এসি থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। এ অগ্নিকান্ডে কেউ হতাহত হয়নি।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :