নিজস্ব প্রতিবেদক, বরিশাল: পড়াশোনা ভালো লাগে না, তাই ক্লাসে অনুপস্থিত থাকে শিক্ষার্থী (১৭)। এ নিয়ে শিক্ষার্থীর মা, বাবাকে নালিশ করেছিলেন কলেজের এক শিক্ষক। আর তা নিয়েই ধুন্ধুমার কাণ্ড ঘটল ভারতের কর্নাটকের মাণ্ড্যে।
রাগে অগ্নিশর্মা হয়ে এসজি বিজিএস পলিটেকনিক এবং ডিপ্লোমা কলেজের ওই শিক্ষার্থী রামদা উঁচিয়ে প্রাণে মারার হুমকি দিলো শিক্ষককে। সেই ভিডিও ভাইরাল হতেই তোলপাড়। পরে অবশ্য ক্ষমাপ্রার্থনা করে শিক্ষার্থী। কলেজও তার বিরুদ্ধে কঠোর কোনও ব্যবস্থা নেয়নি।
ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ওই শিক্ষার্থীর নাম উদয়। প্রায়ই ক্লাসে অনুপস্থিত থাকে সে। এ কথা চন্দন নামে কলেজের এক শিক্ষক জানিয়েছিলেন উদয়ের মা-বাবাকে। বাড়িতে তা নিয়ে ঝামেলাও হয়। তারপরেই রামদা হাতে কলেজে পৌঁছায় উদয়। সোজা শিক্ষকের কাছে গিয়ে তাকে হুমকি দেওয়া শুরু করেন।
ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, রামদা উঁচিয়ে শিক্ষকের সঙ্গে কথা বলছে উদয়। লুকিয়ে এ ঘটনার ভিডিও করেন কেউ। তারপর তা ছড়িয়ে দেন সোশ্যাল মিডিয়ায়। ভিডিওটি ভাইরাল হতেই হস্তক্ষেপ করে মাণ্ড্য পুলিশ। উদয়কে ডেকে সতর্ক করা হয়। পুলিশ কর্মকর্তারাই তাকে দিয়ে ক্ষমাপ্রার্থনা করে চিঠি লেখান। সেই চিঠি জমা পড়ে কলেজে।
উদয়ের ক্ষমাপ্রার্থনার পর কলেজ কর্তৃপক্ষও তাকে ক্ষমা করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আর যে শিক্ষককে নিয়ে এত কাণ্ড, সেই চন্দন বলেন, উদয় রাগের মাথায় এই কাণ্ড করে বসেছে।
সে জন্য তাকে শাস্তি না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন অন্য শিক্ষকরা। আমি ব্যক্তিগতভাবে মনে করি, শাস্তি দেওয়ার চাইতেও বেশি গুরুত্বপূর্ণ হল সঠিক শিক্ষা দেওয়া। যাতে কোনটা ভুল, আর কোনটা ঠিক শিক্ষার্থী নিজেই বুঝতে পারে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :