বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল উপজেলার বাউফল সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড বিলবিলাস গ্রামে রবিবার (২৭ আগষ্ট) দুপুর ১২টার দিকে মোঃ সাইয়ান (৭) বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। শিশুটির বাবার নাম মোঃ রফিকুল ইসলাম খান।
স্থানীয় সূত্রে জানাগেছে, সাইয়ান তার বাবা মায়ের সাথে ঢাকাতে থাকেন। পরিবারের সকলের সাথে গ্রামের বাড়ীতে বেড়াতে আসেন।
ঘটনার দিন রবিবার (২৭ আগষ্ট) দুপুরে খেলাদুলা শেষে ঘরের পাশে পুকুরে হাত পা ধৌত করার জন্য গেলে পাঁ ফসকে পড়ে তলিয়ে যায়। অনেক খোঁজা খুঁজির পর বেলা ৩টার দিকে পুকুর থেকে সাইয়ানের ভাষমান লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :