কুয়াকাটার ফ্রাই মার্কেটে দেখা মিললো “মেলো মেলো” প্রজাতির শামুক


Mahadi Hasan প্রকাশের সময় : আগস্ট ২৭, ২০২৩, ৭:৩২ অপরাহ্ণ /
কুয়াকাটার ফ্রাই মার্কেটে দেখা মিললো “মেলো মেলো” প্রজাতির শামুক

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পর্যটন কেন্দ্র কুয়াকাটার সৈকতের ফ্রাই মার্কেটে এবার দেখা মিললো বড় আকারের “মেলো মেলো” প্রজাতির শামুক। শনিবার সন্ধ্যায় ফ্রাই মার্কেটের একটি দোকানে অন্যান্য সামুদ্রিক মাছের সাথে অন্তত ৩০ টি শামুক সাজিয়ে রাখা হয়েছে।

আগত পর্যটকরা এগুলো দেখছেন। আবার কেউ দামদর করে কিনছেন। মুখরোচক উপদানে রান্না করে প্রতিটি শামুক পর্যটকদের কাছে বিক্রি করা হচ্ছে ১ হাজার টাকা কেজি দরে। গভীর সমুদ্রে জেলেদের জালে এগুলো ধরা পড়েছে বলে স্থানীয় মৎস্য ব্যবসায়িরা জানিয়েছেন।

কুয়াকাটা সৈকতের ফ্রাই মার্কেটের দোকানী বিল্লাল মিয়া জানান, এ শামুকগুলো মৎস্য বন্দর আলীপুরের এক জেলের কাছ থেকে ৬শ‘ টাকা কেজি হিসেবে কিনেছেন।

এর মধ্যে অনেকগুলো বিক্রিও করে ফেলেছি।  সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা জানান,“মেলো মেলো’’প্রজাতির শামুক সাধারনত বঙ্গোপসাগরের উপক‚লীয এলাকায় দেখা মেলেনা। এসব শামুক গভীর সমুদ্রে বিচরন করে।