এস এম আলমগীর হোসেন, কলাপাড়াঃ মানব সেবায় বিশেষ অবদানের জন্য প্রস্তাবিত জেলা কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহামুদুল হাসান সুজন মোল্লা মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড”২০২৩ সম্মামনায় ভুষিত হলেন।
২২ আগস্ট মঙ্গলবার বিকেলে রাজধানী ঢাকায় ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এন্ড কাউন্সিল আয়োজিত জাতীয় শোক দিবস ও গুনীজন সম্মামনা অনুস্ঠানে মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড ২০২৩ মানব সেবায় বিশেষ অবদানের জন্য টিয়াখালী ইউপি চেয়ারম্যান মাহামুদুল হাসান সুজন মোল্লা পুরুস্কৃত হন।
ওই অনুষ্ঠানের প্রধান অতিথি, জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাড.শামসুল হক হক টুকু” র কাছ থেকে সম্মামনা স্মারক উপহার গ্রহন করেন চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক, টিয়াখালী ইউনিয়ন পরিষদের নন্দিত চেয়ারম্যান মাহামুদুল হাসান সুজন মোল্লা।
চেয়ারম্যান সুজন মোল্লার মাদার তেরেসা গোল্ডেন এ্যাওয়ার্ড ২০২৩ সম্মামনা স্মারক উপহার পাওয়ায় কলাপাড়া উপজেলা চেয়ারম্যান সমিতি র সভাপতি এবিএম হুমায়ুন কবির, , জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ কলাপাড়া উপজেলা শাখা, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১৪ পটুয়াখালী -৪ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ ” মনোনীত ১৪ দলের মহাজোট ” র মনোনয়ন প্রত্যাশী, কলাপাড়া প্রেসক্লাব প্রতিস্ঠাকালীন সদস্য, সাংবাদিক,বিশ্বাস শিহাব পারভেজ মিঠু,কলাপাড়া রিপোর্টার্স ক্লাব সাবেক সভাপতি এসকে রঞ্জন, অনলাইন নিউজ পোর্টাল আপন নিউজ বিডি ডটকম’র সম্পাদক এস এম আলমগীর হোসেন, টিয়াখালী ইউনিয়ন পরিষদের হ্যাট্রিক মেম্বর আ.সোবাহান বিশ্বাস অভিনন্দন জানিয়েছেন।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :