ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে অস্ত্র মামলায় মো: আল আমিন খান (৩৫) নামে এক যুবকের ২২ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত।
মঙ্গলবার দুপুরে ঝালকাঠির বিশেষ ট্রাইবুনালের বিচারক জেলা ও দায়রা মোহাম্মদ ওয়ালিউল ইসলাম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণাা করেন।
দণ্ডপ্রাপ্ত আল আমিন খান বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বিরঙ্গল গ্রামের আবুয়াল খানের ছেলে। মামলার বিবরণে জানা যায়, ২০১৬ সালে ৯ মে দিবাগত রাত ৮টায় নলছিটি উপজেলা দপদপিয়া চৌমাথায় ব্যবসায়ী শফিকুল ইসলামের দোকানের সামনে বরিশাল র্যাব-৮ এর একটি দল অভিযান চালায়।
এ সময় মো: আল আমিনকে অস্ত্র ও দুই রাউন্ড গুলিসহ গ্রেফতার করে র্যাব। এ ঘটনায় তার বিরুদ্ধে র্যাব-৮ এর ডিএডি শেখ আমিনুল ইসলাম ওই রাতেই নলছিটি থানায় মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা এস আই সোলায়মান তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
আদালত ১১ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আল আমিনকে ২২ বছরের কারাদণ্ড প্রদান করে। সরকার পক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌসুলি আব্দুল মান্নান রসুল ও আসামি পক্ষে ছিলেন অ্যাডভোকেট নাসির উদ্দিন কবির। রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে বলে জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :