বোরহানউদ্দিনে ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : আগস্ট ২৯, ২০২৩, ৭:২৫ অপরাহ্ণ /
বোরহানউদ্দিনে ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে দিনমজুরের মৃত্যু

বোরহানউদ্দিন প্রতিনিধি : ভোলার বোরহানউদ্দিনে ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে মো. হেজু (৩৫) নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকালে উপজেলার হাসান নগর ইউনিয়নে এই ঘটনা ঘটে।

হেজু বোরহানউদ্দিন উপজেলার হাসাননগর ইউনিয়নের কাজিমুদ্দিন হাওলাদার বাড়ির মৃত আ. মালেকের ছেলে। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন মিয়া।

স্থানীয় লোকজন জানান, বাড়ির সামনে সড়ক সংলগ্ন নিজের ‘শীল কড়ই’ গাছের একটি ডাল কাটতে গিয়ে ছিটকে নিচে পড়ে যান হেজু। মাথায় আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ওসি মোহাম্মদ মনির হোসেন মিয়া বলেন, ‘গাছের ডাল কাটতে গিয়ে হেজু নামের একজনের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ব্যতীত লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।’