সমাবেশ সফলের লক্ষ্যে ঝালকাঠি জেলা ছাত্রলীগের বর্ধিত সভা


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : আগস্ট ৩০, ২০২৩, ১২:৩৫ অপরাহ্ণ /
সমাবেশ সফলের লক্ষ্যে ঝালকাঠি জেলা ছাত্রলীগের বর্ধিত সভা

ঝালকাঠি প্রতিনিধি : বাংলাদেশ ছাত্রলীগের সমাবেশ সফল করার লক্ষ্যে ঝালকাঠি জেলা ছাত্রলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৯ আগস্ট) সন্ধ্যায় জোলা আওয়ামীলীগ কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধুর সভাপতিত্বে ও জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির।

আগামী শুক্রবার (১ সেপ্টেম্বর) ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব স্মরণে অনুষ্ঠিতব্য বিশাল সমাবেশে অংশ নিতে এই প্রস্তুতি সভা ও অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ মধু জানান, ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যান সমাবেশ সফল করতে ঝালকাঠি জেলা ছাত্রলীগের নেতৃত্বে লঞ্চযোগে বিভিন্ন ইউনিট থেকে ২ হাজার নেতাকর্মী অংশগ্রহণ করবে।