প্রধানমন্ত্রীর তহবিলের ৫৫ লাখ টাকা পেল পটুয়াখালীর ৬২ পরিবার


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : আগস্ট ৩০, ২০২৩, ১:০৬ অপরাহ্ণ /
প্রধানমন্ত্রীর তহবিলের ৫৫ লাখ টাকা পেল পটুয়াখালীর ৬২ পরিবার

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৬২ পরিবারকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। ৪০ হাজার থেকে দুই লাখ টাকা পর্যন্ত ৫৫ লাখ টাকা দেওয়া হয়েছে দুস্থ পরিবারগুলোকে।

মঙ্গলবার দুপুরে পটুয়াখালী বাসভবনে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ-সম্পাদক ও দৈনিক বাংলাদেশ বুলেটিন পত্রিকার সম্পাদক মোহাম্মদ আলী আশরাফ এ চেক হস্তান্তর করেন।

এ পর্যন্ত পটুয়াখালী জেলা শহর ও প্রত্যন্ত এলাকার অন্তত ১০ হাজার দুস্থ পরিবারকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ৯ কোটি টাকার চেক দেওয়া হয়েছে বলে জানান আলী আশরাফ।

চেক হস্তান্তর অনুষ্ঠানে অংশ নেন- পটুয়াখালী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হুমায়ুন চৌধুরী, সাধারণ সম্পাদক বিএম শাহজাহান পারভেজ, সাবেক যুবলীগ নেতা শামিমুজ্জামান কাসেম, পটুয়াখালী প্রেস ক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, সাধারণ সম্পাদক জাকারিয়া হৃদয়, জেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম প্রমুখ।

মোহাম্মদ আলী আশরাফ বলেন, প্রধানমন্ত্রী দক্ষিণাঞ্চলসহ দেশের সর্বত্র উন্নয়ন করেছেন। আর্থিক সহায়তা ছাড়াও বিগত দিনগুলোতে ঈদবস্ত্র, খাবার সামগ্রী বিতরণ করা হয়েছে।