২২২ আরোহী নিয়ে মাঝ আকাশে বিমানের ইঞ্জিন বিকল, অতঃপর…


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : আগস্ট ৩০, ২০২৩, ২:০৫ অপরাহ্ণ /
২২২ আরোহী নিয়ে মাঝ আকাশে বিমানের ইঞ্জিন বিকল, অতঃপর…

অনলাইন ডেস্ক : দুশ জনেরও বেশি যাত্রী নিয়ে মাঝ আকাশে বিমান বিকল হয়ে যায়। কলকাতা থেকে বেঙ্গালুরুর উদ্দেশে ছেড়ে যায় ইন্ডিগো এয়ারের একটি বিমান। এ সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে যাত্রীদের মাঝে। বাধ্য হয়ে ঘুরে কলকাতা বিমানবন্দরে জরুরি অবতরণ করান পাইলট।

মঙ্গলবার দুপুর ২টা ২৯ মিনিটের দিকে কলকাতা থেকে বেঙ্গালুরুগামী ইন্ডিগোর ফ্লাইট ৬-ই ৪৫৫ রওনা দেয়। খবর এনডিটিভির। প্রতিবেদনে জানা গেছে, রানওয়ে ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিমানের ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। একপর্যায়ে বন্ধ হয়ে যায়। আগের দিন সোমবারও ইন্ডিগোর মাদুরাই-মুম্বাই ফ্লাইটে প্রথম ইঞ্জিনে ত্রুটির ঘটনা ঘটে।

ডিজিসিএ বিবৃতিতে জানিয়েছে, কন্ট্রোলরুম থেকে অনুমতি দিলে জরুরি অবতরণের জন্য বিমানবন্দরে জরুরি অবস্থা জারি করা হয় দুপুর ২টা ৫০ মিনিটে। পাইলটের তৎপরতায় একটি ইঞ্জিনের সাহায্যে ২২২ আরোহী নিয়ে বিমানটি দুপুর ২টা ৫৮ মিনিটে কলকাতায় অবতরণ করে।

বিমানের ত্রুটি তাৎক্ষণিক মেরামতে সম্ভব না হওয়ায়, সন্ধ্যার দিকে অন্য বিমানে চড়ে তাদের গন্তব্যে পাঠানো হয়। বিবৃতিতে ইন্ডিগো জানিয়েছে, মুম্বাইয়ে অবতরণের আগে কারিগরি ত্রুটি দেখা দেয়।