চরফ্যাসন প্রতিনিধি : ভোলার চরফ্যাশনে হর্টিকালচার ও টিস্যু কালচার উদ্বোধন করলেন মাননীয় কৃষি মন্ত্রী ডঃ আব্দুর রাজ্জাক এমপি। বৃহস্পতিবার ৩১আগস্ট সকাল১১ টায় উপজেলার জাহানপুর ইউনিয়নে হর্টিকালচার ও টিস্যু কালচার উদ্বোধন শেষে বেলা ১২ টায় উপজেলা সদরে ব্রজগোপাল টাউন হলে সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন।
চরফ্যাশন উপজেলা পরিষদের আয়োজনে সুধী সমাবেশের প্রধান অতিথি হিসেবে মাননীয় কৃষি মন্ত্রী ডঃ মোঃ আব্দুর রাজ্জাক এমপি বলেন, স্বাধীনতার যুদ্ধে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। বঙ্গবন্ধু ছিলেন একজন কাব্যিক। কবির ভাষায় বলেছিলেন তোমার আমার ঠিকানা, পদ্মা -মেঘনা- যমুনা। এমন নেতা বাংলাদেশের আর কখনো হবে না। তিনি বাংলাদেশের ৩ বছর ৮ মাস দেশ পরিচালনা করেন। দেশের স্বাধীনতা বিরোধীরা বঙ্গবন্ধুকে নৃশংসভাবে হত্যা করেছে।
তারা বিদেশি শক্তি নিয়ে আজও ষড়যন্ত্রে লিপ্ত। বঙ্গবন্ধু সহ দেশে যারা প্রাণ দিয়েছেন সকল শহীদদের প্রতি আমি জান্নাত কামনা করছি। স্বাধীনতা বিরোধীরা ধর্মকে ব্যবহার করে তারা আজও দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চায়।
১৫ বছরে এখন খাদ্য স্বয়ংসম্পূর্ণ হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী দেশের নিজস্ব অর্থায়নে ৩২ হাজার কোটি টাকা ব্যয়ে পদ্মা সেতু নির্মান করছে। বিএনপি সরকার বিদ্যুৎ দিতে পারেনি। আমাদের সরকার ঘরে ঘরে বিদ্যুৎ দিতে সক্ষম হয়েছে। বাংলাদেশ আজ সর্বক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ দেশ। আওয়ামীলীগের শিকড় অনেক শক্ত।এমন কোন গ্রাম নেই যেখানে আওয়ামী লীগের কর্মী না আছ।
প্রত্যেক ঘরে ঘরে এখন আওয়ামী লীগের কর্মী তৈরি হয়েছে। আগামী ২তারিখের ঢাকায় আমাদের সমাবেশ হবে। সমাবেশের মধ্য দিয়ে তরঙ্গ সৃষ্টি হবে। আগামীতে জনগনের ভোটে আওয়ামীলীগ ক্ষমতায় আসবে। না আসলেও পরাজয় মেনে নেবে। তিনি আরো বলেন,
ভোলা-৪ (চরফ্যাশন- মনপুরার) এমপি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব অনেক পরিশ্রমী। তিনি চরফ্যাশনে প্রত্যেকটি সেক্টরে রেকর্ড পরিমানে উন্নয়ন করেছে।তিনি চরফ্যশন শিশু পার্ক, আদালত ভবন, জ্যাকব টাওয়ার, বেতুয়া নদী বন্দর,শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সকল সেক্টরে উন্নয়ন কাজ করেছে। যদি দেখতে হয় উন্নয়ন, ঘুরে আসো চরফ্যাশন। চরফ্যাশন এখন কৃষি বিপ্লব অর্থনৈতিক জোন। এখানে সব ধরনের কৃষিতে অপার সম্ভাবনা রয়েছে। উৎপাদিত কৃষি পণ্য দেশ থেকে বিদেশও রপ্তানি করার অপার সম্ভাবনা রয়েছে।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ভোলা-৪(চরফ্যাশন -মনপুরা ) মাননীয় এমপি আব্দুল্লাহ আল ইসলাম জ্যাকব, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোঃ তাজুল ইসলাম পাটোয়ারী, ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান, ভোলা জেলা পুলিশ সুপার মাহিদুজ্জামান। চরফ্যাশন উপজেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন আখনের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বছর ব্যপি পুষ্টি উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ডঃ মোঃ মেহেদী মাসুদ, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভিপি, উপজেলা নির্বাহী অফিসার নওরিন হক,পৌর মেয়র মোঃ মোরশেদ, চরফ্যাশন পৌর আওয়ামী লীগের সভাপতি শ্রী বাদল কৃষ্ণ দেবনাথ, সাধারন সম্পাদক অধ্যক্ষ মনির আহম্মেদ শুভ্র সহ চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :