পবিপ্রবিতে নারী সহকর্মীকে কুপ্রস্তাব, ডেপুটি রেজিস্ট্রারের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৩, ১১:৫৯ পূর্বাহ্ণ /
পবিপ্রবিতে নারী সহকর্মীকে কুপ্রস্তাব, ডেপুটি রেজিস্ট্রারের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মিজানুর রহমাব টমাস এক নারী কর্মকর্তাকে কুপ্রস্তাব দেয়ার ফোনালাপ ফাঁসের ঘটনা তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বুধবার (৩০ আগস্ট) রেজিস্ট্রার অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইন্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এস এম তাওহিদুল ইসলাম আহ্বায়ক, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. কুমার দেবাশীষ দত্তকে সদস্য সচিব এবং বায়োটেকনোলজি বিভাগের অধ্যাপক ড. খাদিজা খাতুনকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের সংস্থাপন শাখার ডেপুটি-রেজিস্ট্রার মিজানুর রহমান টমাস বিশ্ববিদ্যালয়ের জুনিয়র নারী কর্মকর্তাকে প্রমোশনসহ নানা সুযোগ-সুবিধা পাইয়ে দেয়ার লোভ দেখিয়ে ওই নারী কর্মকর্তাকে কুপ্রস্তাব দেন।

নারী কর্মকর্তা তার কুপ্রস্তাবে অসম্মতি জানান। গত গত ২৭ আগস্ট এ সংক্রান্ত একটি অডিও ক্লিপ ফাঁস হয়। ফাঁস হওয়া ১৪ মিনিট ৩১ সেকেন্ডের ফোনালাপটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে।

তদন্ত কমিটি গঠনের বিষয়টি মুঠোফোনে নিশ্চিত করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. সন্তোষ কুমার বসু। তদন্ত কমিটির আহ্বায়কের দায়িত্বে থাকা অধ্যাপক ড. এস এম তাওহিদুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে একটি চিঠি পেয়েছি। তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। তদন্ত কমিটির সদস্যরা ইতোমধ্যে মিটিং করেছি।’