বরগুনা প্রতিনিধি : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে বরগুনার বামনায়। শুক্রবার সকাল ৭টার দিকে বামনা উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করেন।
পরে সকাল সাড়ে ৮টায় উপজেলা বিএনপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানার নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে তার রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে দলের জন্মদিন উপলক্ষে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ শুরু হলে পুলিশি বাঁধায় তা পন্ড হয়ে গেছে।
বামনা উপজেলা বিএনপির সদস্য সচিব খন্দকার মুহিদুল ইসলাম মোর্শেদের সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনায়েত কবির হাওলাদার আইউব আলী, যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান, ঈসা খন্দকার, গোলাম কিবরিয়া, মারুফুল ইসলাম, যুবদলের আহ্বায়ক খোরশেদ আলম দিপু সিকদার, যুগ্ম আহ্বায়ক রায়হান নাজির ধলু, ছাত্রদলের সদস্য সচিব সজিব হোসেন মুন্না প্রমুখ।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :