বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে শ্বশুর বাড়ি থেকে বাবু তালুকদার (৪০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার-নাজিরপুর ইউনিয়নের কচুয়া গ্রামে বাবুর দ্বিতীয় পক্ষের শ্বশুর কবির হাওলাদারের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।
বাবু প্রথম বিয়ে করেন কালাইয়া ইউনিয়নে। মৃত বাবু তালুকদার একই ইউনিয়ন ও একই গ্রামের জাহাঙ্গীর তালুকদারের ছেলে। তবে এটি হত্যা না আত্মহত্যা এ নিয়ে গ্রামবাসীর মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে।
বাউফল থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। পোস্ট মর্টেমের রিপোর্ট অনুযায়ী পরবতী ব্যবস্থা নেয়া হবে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :