বাউফলে শ্বশুর বাড়ি থেকে জামাইয়ের লাশ উদ্ধার


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৩, ৫:৫৫ অপরাহ্ণ /
বাউফলে শ্বশুর বাড়ি থেকে জামাইয়ের লাশ উদ্ধার

বাউফল প্রতিনিধি : পটুয়াখালীর বাউফলে শ্বশুর বাড়ি থেকে বাবু তালুকদার (৪০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকাল ৮টার দিকে উপজেলার-নাজিরপুর ইউনিয়নের কচুয়া গ্রামে বাবুর দ্বিতীয় পক্ষের শ্বশুর কবির হাওলাদারের বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়।

বাবু প্রথম বিয়ে করেন কালাইয়া ইউনিয়নে। মৃত বাবু তালুকদার একই ইউনিয়ন ও একই গ্রামের জাহাঙ্গীর তালুকদারের ছেলে। তবে এটি হত্যা না আত্মহত্যা এ নিয়ে গ্রামবাসীর মধ্যে সন্দেহের সৃষ্টি হয়েছে।

বাউফল থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। পোস্ট মর্টেমের রিপোর্ট অনুযায়ী পরবতী ব্যবস্থা নেয়া হবে।