পটুয়াখালী প্রতিনিধি : পটুয়াখালীতে পুলিশের বাধার মুখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। দিনটি উপলক্ষে শুক্রবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে বিএনপি ও তার সহযোগী সংগঠনগুলোর নেতা-কর্মীরা স্ব স্ব ইউনিটের ব্যানার এবং জিয়াউর রহমান, খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে কলেজ রোডস্থ জেলা বিএনপির কার্যালয়ের সামনে উপস্থিত হয়। এতে এক বিশাল সমাবেশে পরিণত হয়।
র্যালি-পূর্ব সমবেশে জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রশিদ চুন্নু মিয়ার সভাপতিত্বে ও সদস্য মিজানুর রহমান এবং সিদ্দিকুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি, সদস্য পৌরসভার সাবেক চেয়ারম্যান মোশতাক আহম্মেদ, জেলা যুবদলের সভাপতি মো: মনিরুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক শিপলু খান।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, জেলা বারের সাধারণ সম্পাদক অ্যাড. মঞ্জু, অ্যাড. মোহসীন, সদর উপজেলা বিএনপির সভাপতি কাজী মাহাবুব আলম, পৌর বিএনপির সভাপতি মো: কামাল হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মশিউর রহমান মিলন, জেলা মৎস্যজীবী দলের সভাপতি মো: শফিকুল ইসলাম শাহিন, জেলা মহিলা দলের সভাপতি আফরোজা বেগম সিমা, সাধারণ সম্পাদক ফারজানা ইয়াসমিন রুমা, সদর থানা মহিলা দলের সভাপতি তানিয়া আক্তার প্রমুখ।
সমাবেশ শেষে বর্ণাঢ্য র্যালি শুরু করে কলেজ রোড হয়ে পৌরসভা মোড় অতিক্রমকালে পুলিশের বাধার মুখে পড়ে। সেখানে পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের সাথে মৃদু ধস্তাধস্তি হলে নেতারা র্যালিটি পুনরায় জেলা বিএনপি কার্যালয়ের সামনে নিয়ে যান। সেখখানে প্রতিষ্ঠাবার্ষিকীর দিনের কর্মসূচি সমাপ্তি ঘোষণা করেন জেলা বিএনপির সদস্য সচিব স্নেহাংশু সরকার কুট্টি।
এছাড়াও কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীর সমর্থক বিএনপি একাংশের জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মাকসুদ আহমেদ বায়জীদ পান্না ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাড. শরীফ সালাউদ্দিন, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক জেসমিন জাফর, জেলা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মো: রফিকুল ইসলাম ও যুবদলের নেতা অ্যাড. আল আমিন সুজন ও সাবেক সাধারণ সম্পাদক তানভীর আহমেদ বাপ্পীর নেতৃত্বে কেক কাটা এবং র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিএনপির ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :