ঝালকাঠিতে বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল শোডাউন


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : সেপ্টেম্বর ১, ২০২৩, ৮:৩৬ অপরাহ্ণ /
ঝালকাঠিতে বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিশাল শোডাউন

ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠিতে বিএনপি’র ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। হাজার হাজার লোকের বিশাল সমাগম ঘটিয়ে বিগত দিনের রেকর্ড ভঙ্গ করে বিশাল শোডাউন করেছে জেলা বিএনপি।

এ উপলক্ষে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় আমতলা সড়কের দলীয় কার্যালয় থেকে শোভাযাত্রা বের করে জেলা বিএনপি। শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আমতলা সড়কে গিয়ে শেষ হয়। শোভাযাত্রাটির নেতৃত্ব দেন জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মো. সৈয়দ হোসেন এবং সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন।

এতে জেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তফা কামাল মন্টু, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর, বিএনপি নেতা রফিকুল ইসলাম জামাল, অ্যাডভোকেট মিজানুর রহমান মুবিন, জেলা আহ্বায়ক কমিটির সদস্য সরদার এনামুল হক এলিন, সদর উপজেলা বিএনপির সভাপতি এজাজ হাসান, পৌর বিএনপির সভাপতি অ্যাডভোকেট নাসিমুল হাসান, জেলা যুবদলের আহবায়ক মোঃ শামীম তালুকদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক রবিউল হোসেন তুহিন, সদস্য সচিব এ্যাড.মোঃ আনিসুর রহমান খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো: শফিকুল ইসলাম লিটন, সাধারণ সম্পাদক সরদার মোঃ সাফায়েত হোসেন,

জেলা মহিলা দলের সভানেত্রী মতিয়া মাহফুজ জুয়েল, জেলা কৃষক দলের সভাপতি মোঃ তকদির হোসেন, সাধারণ সম্পাদক চাষী নান্না খলিফা, জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ টিপু সুলতান, জেলা তাঁতী দলের সভাপতি মোঃ বাচ্চু হাসান খান, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম জুয়েল, জেলা ছাত্রদলের সভাপতি আরিফুর রহমান, সাধারণ সম্পাদক গিয়াস সরদার দিপুসহ কয়েক হাজার নেতাকর্মী অংশ নেন। শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট শাহাদাৎ হোসেনসহ নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা বলেন, সারাদেশে বিএনপির গণজোয়ার বইছে। একদফা আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হতে হবে, নইলে আন্দোলন থামানো যাবে না বলেও হুশিয়ারি দেন বিএনপি নেতারা।

উল্লেখ্য জেলা বিএনপির সাবেক সভাপতি মোস্তফা কামাল মন্টু, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর ও বিএনপি নেতা সরদার এনামুল হক এলিন স্বত:স্ফূর্তভাবে নেতাকর্মী নিয়ে প্রতিষ্ঠাবার্র্ষিকীর মিছিলে যোগ দেয়ায় মানুষের ঢল নামে এবং ঝালকাঠি শহরে চাঞ্চল্যকর অবস্থা সৃষ্টি হয়েছে। নেতাকর্মীদের মাঝে নতুন উদ্যমে প্রাণ ফিরে পেতে দেখা গেছে।