পাথরঘাটায় বিদ্যুতায়িত হয়ে নারীর মৃত্যু


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : সেপ্টেম্বর ২, ২০২৩, ১২:২০ অপরাহ্ণ /
পাথরঘাটায় বিদ্যুতায়িত হয়ে নারীর মৃত্যু

পাথরঘাটা প্রতিনিধি : বরগুনার পাথরঘাটায় টেবিল ফ্যানের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে মালতী রানী (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (০১ আগস্ট) দুপুরের দিকে উপজেলার নাচনাপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। মালতী রানী ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের শিংড়াবুনিয়া এলাকার সুখরঞ্জ এর স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, মালতী রানী তাদের বাড়িতে শিলপাটায় পিঠা তৈরির জন্য চাল গুড়া করছিল। পাশে তার দিয়ে একটি ফ্যান চলছিল। সেই ফ্যানের তার মালতী রানীর পায়ে জড়িয়ে তার মৃত্যু হয়। পরে তার স্বামী বাজার থেকে বাড়িতে এসে স্ত্রী মালতী রানীকে ঘরের মধ্যে পড়ে থাকতে দেখে চিৎকার দিলে স্থানীয়রা এসে দেখেন মাটিতে পড়ে আছে।

পাথরঘাটা থানা কর্মকর্তা (ওসি) মো: শাহ আলম হাওলাদার জানান, অপমৃত্যু মামলা হয়েছে। সুরহাল শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা মর্গে পাঠানো হবে।