স্পোর্টস ডেস্ক : ভারত-পাকিস্তান ম্যাচ মানেই অন্যরকম উন্মাদনা। যার জন্য সমগ্র বিশ্বের ক্রিকেট ভক্তরা থাকেন উদগ্রীব। আজ এশিয়া কাপে মুখোমুখি হচ্ছে উপমহাদেশের দুই চিরপ্রতিদ্বন্দ্বী দেশ ভারত ও পাকিস্তান।
দুটি নিয়ে ভক্তদের মধ্যে আগ্রহের শেষ নেই। তার ওপর আবার বিগত ১০ বছর ধরে উল্লেখযোগ্য হারে কমে গেছে দুই দলের মধ্যে ম্যাচ সংখ্যা। যে কারণে পাক-ভারত ম্যাচের উত্তেজনার পারদ আরও বেড়ে গেছে। বাংলাদেশ সময় বিকাল সাড়ে ৩টায় মাঠে গড়াবে ম্যাচটি। বরাবরের মতো এ ম্যাচ হয়ে উঠেছে দুই দলের জন্য মর্যাদার লড়াই।
হাইভোল্টেজ ম্যাচটি নিয়ে দুই দলের সাবেক তারকারাও নিজেদের অভিজ্ঞতার ভিত্তিতে উত্তরসূরিদের পরামর্শ দিয়ে থাকেন। তেমনই পরামর্শ নিয়ে এবার হাজির হয়েছেন পাকিস্তানের সাবেক গতিতারকা শোয়েব আখতার। এ ম্যাচে কে কোথায় এগিয়ে এবং কীভাবে ম্যাচটি জেতা সম্ভব, নিজের ইউটিউব চ্যানেলে সে টোটকাও দিয়েছেন শোয়েব।
তিনি বলেন, ‘ভারত-পাকিস্তানের লড়াই সব সময় বিশাল কিছু। আপনারা জানেন, পাকিস্তানের শক্তি বোলিং। ভারতের তিন ব্যাটসম্যান যদি শুরুতেই আউট হয়ে যান, তাহলে তারা বিপদে পড়ে যায়। পাকিস্তান চেষ্টা করবে ভারতের দুর্বল জায়গায় আঘাত করার।’
পাকিস্তানের অধিনায়ক বাবর আজমের বিষয়ে শোয়েব বলেন, ‘বাবর আজমের অধিনায়কত্ব নিয়ে অনেক বিতর্ক আছে। তবে আশা করি, নিজের দুর্বলতাগুলো সে ঠিক করে নেবে। আর বাবর ও তার দল বেশ পরিণত। তারা একসঙ্গে অনেক দিন ধরেই খেলছে। এখন তাই ওদের ওপর অত বেশি চাপ নেই।’
টস জিতলে আগে কি করা উচিত পাকিস্তানকে তাও জানিয়েছেন সাবেক এই পেসার। তিনি বলেন, ‘ম্যাচ নিয়ে উত্তাপ বেড়ে গেছে। পাকিস্তান টস জিতলে ব্যাটিং নেবে। তারা আক্ষরিক অর্থেই ভারতের ওপর শুরু থেকে আক্রমণ করবে। আর ভারত টসে জিতলে পাকিস্তান বিপদে পড়তে পারে। কারণ, উইকেটে সমস্যা আছে, বোলিংয়ের সময় পরিস্থিতি কেমন হবে, তা আমিও বুঝতে পারছি না। সব মিলিয়ে দুই দলের সামনেই সুযোগ আছে। তাদের ফাস্ট বোলারদের ওপর সম্মান রেখেই বলছি, তাদের ব্যাটিং দারুণ। তবে আমার ধারণা বুমরা, শামি ও সিরাজ—তিন পেসার নিয়ে তারা খেলবে। কুলদীপকেও দলে রাখা দরকার।’
দুই দলের শক্তির জায়গাগুলো শোয়েব চিহ্নিত করেছেন এভাবে, ‘পাকিস্তান এ মুহূর্তে সুদৃঢ় একটি দল। তাদের বোলিং দুর্দান্ত। ব্যাটিংও বেশ স্থির। পাকিস্তানের ব্যাটিং আগের মতো নেই। আগে ছিল এমন, তিনজন আউট হলে ব্যাটিং তাসের ঘরে পরিণত হতো। আমি মনে করি, এই দুটি দল খুবই ভারসাম্যপূর্ণ, বিশেষ করে দল দুটি যখন উপমহাদেশে খেলে। দুটি দলকেই উপমহাদেশে হারানো খুবই কঠিন কাজ। কিন্তু একটি দলকে তো ম্যাচ হারতেই হবে। তবে আমার বিশ্বাস, পাকিস্তানের স্নায়ুচাপ নিয়ন্ত্রণ করার সক্ষমতা রয়েছে। আমার মনে হয়, পাকিস্তান জয় পাবে। আমি আশা করি, ভারত খুবই কঠিন চ্যালেঞ্জ দেবে। আমাদের চেষ্টা করতে হবে যেন ওদের প্রথম তিন ব্যাটসম্যানকে তাড়াতাড়ি আউট করা যায়, যাতে ওরা চাপে পড়ে। এরপরও বলতে হয়, ভারতের ব্যাটিং লাইন কিন্তু অনেক লম্বা। ওদের ৭ নম্বর পর্যন্ত ব্যাটসম্যান আছে।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :