বরিশালে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ৩


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩, ২০২৩, ৪:২৮ অপরাহ্ণ /
বরিশালে পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক ৩

স্টাফ রিপোর্টার, বরিশাল : বরিশালে পুলিশের পৃথক অভিযানে ৩ হাজার ৩৫ পিস ইয়াবা এবং ২ কেজি গাঁজাসহ ৩ জন আটক হয়েছে। গত শনিবার গভীর রাতে এবং রবিবার বিএমপি’র কাউনিয়া থানা পুলিশ ও বন্দর থানা পুলিশ এই পৃথক অভিযান চালায়। এ ঘটনায় পৃথক মামলা দায়ের করে আসামীদের কারাগারে পাঠানো হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

রবিবার বিএমপি’র পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কাউনিয়া থানা পুলিশের একটি বিশেষ দল গত শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে নগরীর ৫ নম্বর ওয়ার্ডের গুচ্ছগ্রাম সূর্যের হাসি ক্লিনিক এলাকায় অভিযান চালিয়ে রিপন সরদার (৩৫) নামে এক ব্যক্তিকে ৫ পিস ইয়াবাসহ আটক করে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী রবিবার তার বাসা তল্লাশী করে আরও ৩ হাজার পিস ইয়াবা উদ্ধার করে তারা। রিপন সরদার পলাশপুর ৭ নম্বর গলির বাদশা সরদারের ছেলে।

এদিকে, বিএমপি বন্দর থানার একটি দল গত শনিবার রাত দেড়টার দিকে সদর উপজেলার টুঙ্গিবাড়িয়া ইউনিয়নের বিষারদ গ্রামের রোজিনা বেগমের ঘরে অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবা এবং ২ কেজি গাঁজা উদ্ধার করে। এ সময় রোজিনা (২৭) ও তার সহযোগি মো. হিরনকে (২৩) পুলিশ আটক করে। অভিযানের সময় তাদের অপর সহযোগি আফজাল হোসেন (৩২) পালিয়ে যেতে সক্ষম হয়।

পৃথক মাদক উদ্ধারের ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদক আইনে মামলা দায়ের করে ওই মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।