মঠবাড়িয়া পৌর শহরে পুড়ে ছাই হলো ২২ ব্যবসাপ্রতিষ্ঠান


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : সেপ্টেম্বর ৩, ২০২৩, ৭:৪৫ অপরাহ্ণ /
মঠবাড়িয়া পৌর শহরে পুড়ে ছাই হলো ২২ ব্যবসাপ্রতিষ্ঠান

পিরোজপুর প্রতিনিধি : পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২২টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়ে গেছে। আজ রবিবার সকাল সাড়ে ৬টার দিকে শহরের কেন্দ্রীয় হরিসভা মন্দিরের সামনে এ অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এতে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেছেন। তবে কিভাবে আগুনের সূত্রপাত, তা কেউ নিশ্চিত করতে পারেননি।

মঠবাড়িয়া বাজার বণিক সমিতির সভাপতি মো. শামসুল হাসান খোকা জানান, আজ রবিবার সকাল সাড়ে ৬টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত। খবর পেয়ে মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের দুটি গাড়ি উপস্থিত হয়। পানিবোঝাই গাড়িটি আগুনে পানি ঢালা শুরু করলেও অপর গড়িটি পানি সংগ্রহ করতে না পারায় মুহূর্তে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। পরে পার্শ্ববর্তী ভাণ্ডারিয়া ও বামনা উপজেলার ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তিন ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। আগুনে ২২টি কসমেটিকসের দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়।

মঠবাড়িয়া পৌর প্রশাসক মো. আরিফ উল হক বলেন, ‘শহরের খাল অবৈধ দখলদারের কবজায় থাকার কারণে ফায়ার সার্ভিস টিম দ্রুত পানি সংগ্রহ করতে পারেনি। যার ফলে ২২টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। পৌরসভা থেকে ক্ষতিগ্রস্ত ২০ দোকানিকে পাঁচ হাজার করে এবং স্থায়ী দুই দোকানিকে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। একই সাথে খালের অবৈধ দখলদারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ঊর্ধ্বতন প্রশাসনের হস্তক্ষেপ চাওয়া হবে।’

মঠবাড়িয়া ফায়ার স্টেশন কর্মকর্তা সোহেল আহম্মেদ জানান, পানি সংগ্রহ করার জন্য বিভিন্ন স্থানে ঘুরতে হয়েছে। পানি সংগ্রহে দেরি হওয়ায় দোকানগুলো পুড়ে গেছে। তিনি আগুনের সূত্রপাতের বিষয় সম্পর্কে এখনো নিশ্চিত হতে পারেননি বলে জানান।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ূম বলেন, ‘ক্ষতিগ্রস্ত ২২ ব্যবসায়ীর তালিকা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা করা হবে। অচিরেই খালের অবৈধ দখলদারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’