ভোলায় ঘরে শুয়ে ছিলেন মা, পুকুরে পড়ে শিশুর মৃত্যু


Barisal Crime Trace -FF প্রকাশের সময় : সেপ্টেম্বর ৪, ২০২৩, ৭:৩৯ অপরাহ্ণ /
ভোলায় ঘরে শুয়ে ছিলেন মা, পুকুরে পড়ে শিশুর মৃত্যু

ভোলা প্রতিনিধি : ভোলায় পুকুরে ডুবে মো. জোনায়েত হোসেন (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে তুলাতুলি গ্রামের বেড়ি বাঁধ এলাকার ইলিশা বাড়ি পর্যটন কেন্দ্রের পাশে এ ঘটনা ঘটে।

জোনায়েত হোসেন ভোলা সদর উপজেলার ধনিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের তুলাতুলি গ্রামের বেড়ি বাঁধ এলাকার মো. শফিক হোসেনের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানান, শিশুটির মা বেশ কয়েকদিন ধরে অসুস্থ রয়েছেন। দুপুরের দিকে শিশুটির মা ঘরে শুয়ে ছিলেন। তখন শিশুটি বসতঘরে একা একা খেলা করতে করতে বাইরে বের হয়ে যায়। এক পর্যায়ে শিশুটি বসতঘরের সামনে থাকা পুকুরে ডুবে যায়।

পরে স্থানীয় ও তার পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন ফকির জাগো নিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন।