আগেলঝাড়া প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ার কালুরপাড়-রামেরবাজার-মোহনকাঠী গুরুত্বপূর্ণ ওয়াপদা সড়কের ইট বসানো দুই কিলোমিটার সড়কে বৃষ্টির সময় যানবাহন চলাচলে চরম দুর্ভোগে পড়তে হয়েছে হাজার হাজার পথচারীদের। এই ওয়াপদা সড়কটিতে প্রায় সাত বছর পূর্বে ইট বসানো হয়েছিল।
এরইমধ্যে সড়কটির বিভিন্ন স্থানের ইট উঠে গিয়ে বড় গর্ত হয়েছে। বৃষ্টির সময় গর্তে পানি জমে দুর্ঘটনার শিকার হচ্ছেন গাড়ী নিয়ে চলাচলকারীরা।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, উপজেলার কালুরপাড়-রামেরবাজার-মোহনকাঠী গুরুত্বপূর্ণ ওয়াপদা সড়কে পশ্চিমসহ দক্ষিণ এলাকার হাজার হাজার লোকজন প্রতিদিন চলাচল করছে। এই সড়কটি এতই গুরুত্ব যে সড়কের পাশে বসবাসকারীরা গাড়ীর শব্দে ঘুমাতে পারছে না। গত সাত বছর পূর্বে মানুষের চলাচলের সুবিধার জন্য সড়কে ইট বসানো হয়েছিল। বর্তমানের সড়কটি কালুরপাড় থেকে কবির খন্দকারের বাড়ি পর্যন্ত দুই কিলোমিটার সড়কে ইট বসানো থাকলেও বৃষ্টি সময় পিচ্ছিলের কারণে ওই সড়ক দিয়ে চলাচল করতে চরম দুর্ভোগ পরতে হচ্ছে এলাকাবাসীসহ পথচারীদের। এমনকি সড়কের বিভিন্ন স্থান থেকে ইট নিয়ে যাওয়ায় বড় বড় গর্তের সৃষ্টি হয়ে পানি জমে কাঁদা হয়ে পড়েছে।
বর্তমানে ওই সড়কে বক্সকালভাট নির্মাণকারীরা দুই পাশে ইট না দেওয়ায় সড়কের অবস্থা আরো খারাপ হয়ে পড়েছে। মানুষ ও যানবাহন চলাচলে দুভোর্গের সৃষ্টি হয়েছে। তারপরেও ওই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার লোকজনসহ স্কুল-কলেজের শিক্ষার্থীরা চলাচল করতে বাধ্য হচ্ছে। রাতের অন্ধকারে ওই সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে দুঘর্টনার শিকার পথচারীরা।
এব্যাপারে উপজেলা প্রকৌশলী রবীন্দ নাথ সাংবাদিকদের বলেন, আমি ওই সড়কটি সরেজমিন দেখে পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে সংস্কারের ব্যবস্থা করবো।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :