অনলাইন ডেস্ক : ভারত বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে দক্ষিণ আফ্রিকা। বিশ্বকাপ সামনে রেখে টেম্বা বাভুমাকে অধিনায়ক করে দল ঘোষণা করেছে দেশটির ক্রিকেট বোর্ড।
আগামী ৫ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া ১০ দলের ওয়ানডে বিশ্বকাপ শুরু হতে এখনো এক মাস বাকি। এর মধ্যেই আইসিসির বেধে দেওয়া সময়ের শেষ দিনে আজ (৫ সেপ্টেম্বর) দল ঘোষণা করেছে প্রোটিয়া ক্রিকেট বোর্ড।
দক্ষিণ আফ্রিকা স্কোয়াড:
টেম্বা বাভুমা (অধিনায়ক), জেরাল্ড কোয়েটজে, কুইন্টন ডি কক, রেজা হেনড্রিংক, মার্কো জানসেন, হেনরিখ ক্লাসেন, সিসান্ডা মাগালা, কেশভ মহারাজ, এইডেন মার্করাম, ডেভিড মিলার, লুঙ্গি এনগিডি, এনরিখ নর্কিয়া, কাগিসো রাবাদা, তাবরাইজ শামসি, রাসি ফন ডার ডাসেন।
Map plugins by Md Saiful Islam | Android zone | Acutreatment | Lineman Training
আপনার মতামত লিখুন :